টাঙ্গাইলের করটিয়ায় ইটবোঝাই ট্রাকে পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা স্থানীয় দোকানপাটে ভাঙচুর চালিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বিকেলে করটিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মাহফিজা আক্তার (১৪) বাসাইল উপজেলার কাশিল গ্রামের লুৎফর রহমানের মেয়ে ও করটিয়া আবিদা খানম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।