ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বলাইবাড়ী এলাকা থেকে মিজানুর রহমান (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। মিজানুর রহমান ওই এলাকার নূর হাফেজ ফরাজির ছেলে।
ঝালকাঠির রাজাপুরে দুই সন্তানের জনক মিজানুর রহমানের নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত মিজানুর রহমান উপজেলার দক্ষিণ রাজাপুর বলাইবাড়ি এলাকার নূর হাফেজ ফরাজির ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।
মৃতের মা বলেন, মিজানুর আমার ৩ নম্বর সন্তান। তাকে ১৮ বছরের আগে বিয়ে করাই। মিজানুরের দুইটা ছেলে। বড় ছেলের বয়স ১৪ বছর এবং ছোট ছেলের বয়স ১২ বছর। সে ১৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। পাবনাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও সে পুরোপুরি সুস্থ হয়নি। তাই তাকে ছেড়ে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে রাজাপুরে মামার বাড়িতে থাকতো। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমি বলতে পারবো না।
ওসি পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।