31 C
Dhaka
এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ ঢাকা প্রশাসন

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিকে তুলে নিয়ে গেছে ডিবি

ডিবি পুলিশ পরিচয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে তুলে নেয়ার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন তারা এই অভিযোগ করেন।

নিখোঁজ রনির অবস্থান সম্পর্কে নিশ্চয়তা দিতে প্রশাসন ও সরকারের কাছে দাবি জানান তারা। রনি সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর পাকাপুল এলাকার ঠিকাদার মোস্তফা কামাল ওরফে ফুফা মোস্তফার ছেলে। জানা গেছে, রনির বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি।

রনির স্বজনরা জানান, শনিবার সকাল ১০টায় রনি বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। রাত সাড়ে ১০টায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে তার ভাইকে জানায়, ঢাকায় ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা রনিকে কালো রঙের একটি গাড়িতে তুলে নিয়ে গেছে।

এর পর থেকে রনি নিখোঁজ রয়েছে। পরিবারের স্বজনরা কাছে আত্মীয়দের বাড়িতে এবং ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন থানা পুলিশ ও ডিবি পুলিশ কার্যালয়ে খোঁজ করেও রনির সন্ধান পাননি।

এ ব্যাপারে রোববার বিকেলে ফতুল্লা থানায় জিডির আবেদন করা হয়েছে বলে জানান স্বজনরা। তাদের অভিযোগ, পুলিশ তাদের সহায়তা করছে না। রনিকে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যদি নিয়ে থাকে তাহলে সেটা নিশ্চিত করে জানানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানান স্বজনরা।

রনির আইনজীবী সদর উপজেলা চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস জানান, রনির বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগে মামলা রয়েছে, যেগুলোর বাদি পুলিশ। পূর্বে ১১টি মামলা ছিল। চলতি মাসে আরও দুটি হয়েছে।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ১৮ ঘণ্টা পার হলেও প্রশাসন রনির হদিস দিতে পারেনি। সংবাদ সম্মেলনে রনির দুই ভাইসহ নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। রনির বাবা, মা ও বড় ভাই হজ পালনে সৌদি আরব গিয়ে সেখানে অবস্থান করছেন।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official