অনলাইন ডেস্ক ::
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আম্বিয়া খাতুন দিনা (৪৫) নামের সাংস্কৃতিক কর্মী ও নারী সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলা পৌরসভা এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিনা গফরগাঁও উপজেলা মৃত জামান উদ্দিনের স্ত্রী এবং ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার এলাহীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রতিবেশীরা দিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ভালুকা মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এবং পরে লাশ নিচে নামানো হয়।
ভালুকা মডেল থানার (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী সাংবাদিকের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে- বিষয়টি ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।