পবিপ্রবি প্রতিনিধি//মো: ইমরান:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( বাবুগঞ্জ ক্যাম্পাস) এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ কে স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় এর দাবীর আলোকে ও ক্যাম্পাসের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে সৌজন্যে সাক্ষাতে আসেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফারজানা ওহাব, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য সহ বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।
এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্রশাসনের আমন্ত্রণে বুধবার (১১ ই সেপ্টেম্বর) বেলা ৪ টায় ক্যাম্পাসে আসেন উক্ত নেতৃবৃন্দ। এসময় এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন এর প্রশাসন এর উদ্যোগে আগত নেতৃবৃন্দ নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি ও ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র অনুষদের ডিন জনাব ড. মোঃ মামুনুর রশিদ সহ অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ।