24 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল সাংবাদিক বার্তা

পুলিশের এসআই’র বিরুদ্ধে দুদকের মামলা:সাংবাদিককে মারধর করে ঘুষ গ্রহণ

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমের বিরুদ্ধে সংবাদকর্মীকে মারধর করে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা করেছে।

গতকাল দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল অফিসের উপ-পরিচালক এবিএম আবদুস সবুর বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা নুরে আলম বর্তমানে বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশে কর্মরত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এজাহার সূত্রে জানাগেছে, ‘এসআই নুরে আলম স্ত্রীকে খুনের পর লাশ ঝুলিয়ে রেখেছে’ শিরোনামে একটি সংবাদ গত বছরের ২৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নুরে আলম সেই সংবাদের প্রতিবেদক কাওসার মাহমুদ মুন্নাকে একই বছরের ৪ এপ্রিল কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিছনে পেয়ে মারধর করেন।

এমনকি মাদক দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকাও দাবি করেন। এমন পরিস্থিতিতে কাওসার মাহমুদ মুন্না তাৎক্ষণিক ১৮ হাজার টাকা ঘুষ দিয়ে রক্ষা পান। এই বিষয়টি সংবাদপত্রে ফলাও করে প্রকাশ পেলে দীর্ঘদিন তদন্ত করে এসআই নুরে আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার পাশাপাশি ঘুষ গ্রহণের বিষয়টির প্রাথমিক সত্যতা মেলে। যে কারণে তার বিরুদ্ধে দন্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ সনের ৫(২) ধারা উল্লেখ করে মামলাটি করে দুদক। এমনকি এই মামলাটি কমিশনের কাছে তদন্তের অনুমতিও চেয়েছে বরিশাল দুদক অফিস। তবে মামলায় আনীত সকল অভিযোগ অস্বীকার করেন এসআই নুরে আলম।

 

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official