এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আবহাওয়া জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বরিশাল জুড়ে ঘুরলো ‘জলবায়ু দৈত্য’

নিজস্ব প্রতিবেদক ::

প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে বরিশাল নগর জুড়ে ঘুরে বেড়ালো এক জলবায়ু দৈত্য! আর সেই পুরোদস্তুর দৈত্য তৈরি হয়েছে নগরীর বিভিন্ন অভিজাত রেস্তোঁরার ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে। সুইডিস কিশোরী ও জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের আহবানে বিশ^ব্যাপি চলমান বৈশি^ক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসেবে এই জলবায়ু দৈত্য তৈরি করে জণগনের মধ্যে প্লাস্টিক বোতলের ক্ষতিকারক দিক তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় একটি পিকআপ ভ্যানে করে জলবায়ু দৈত্যটি পরিভ্রমনে বের হয়ে বরিশাল নগর ভবন, জেলা প্রশাসকের কার্যালয়, অশ্বিনী কুমার হলসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় তরুণ জলবায়ুকর্মীরা জলবায়ু ন্যয্যতার দাবিতে এবং প্লাস্টিক বিরোধী স্লোগান দিতে থাকে। অভিনব ‘জলবায়ু দৈত্য’ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, একশনএইড বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল। ব্যাতিক্রমী এ উদ্যোগে নগরবাসীর মধ্যে এক ধরনের কৌতুহল সৃষ্টি হলে তরুণ উদ্যোক্তারা প্লাস্টিক দুষণ বিশেষ করে মাইক্রো প্লাস্টিকের বিধ্বংসী প্রভাব সমবেত জণগণের মধ্যে তুলে ধরেন।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সংগঠক সোহানুর রহমান জানান, প্লাস্টিক দূষণের কারনেও জলবায়ু পরিবর্তিত হয়ে সংকটে রুপ নিচ্ছে। ফলে প্রতিবেশগত চক্রে বাধা সৃষ্টি হচ্ছে। এমনকি এর অণুও খাদ্য ও পানীয়ের সঙ্গে মানবদেহে গিয়ে মরণব্যাধি সৃষ্টি করছে। প্লাস্টিকের বোতলের ব্যবহার হ্রাস করার পাশাপাশি জরুরি পুনর্চক্রায়ন (রিসাইক্লিং) নিশ্চিত করা জরুরী। অন্যথায় ইতিমধ্যে ছড়িয়ে পড়া প্লাাস্টিক বোতলের দৈত্য আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সরকারি-বেসরকারি পর্যায়ে সবাই সক্রিয় ও সচেতন হলে প্লাস্টিক বোতলের দৈত্যকে পরাস্ত করা কঠিন হতে পারে না। এক্ষেত্রে তরুণ সমাজকে আরো এগিয়ে আশার পাশপাশি খাদ্যাভাস ও জীবন প্রণালীও পরির্বন করতে হবে বলে জানান তিনি।

কর্মসূচিতে অংশ নেয়া বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপার্সন আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফা বলেন, পৃথিবীর জলবায়ু সুরক্ষা এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে প্লাস্টিকের ব্যবহার না কমিয়ে কোন উপায় নেই। বিলম্বে হলেও সচেতনতা ও সক্রিয়তার সময় এসেছে। প্লাস্টিকের বিকল্প জিনিষের ব্যবহার বাড়াতে আমাদের ব্যাক্তিগত উদ্যোগ খুবই গুরুত্বপুর্ন।

এছাড়া প্লাস্টিককে একবার ব্যবহার করেই ফেলা দেয়া রোধে সরকারকে আরো কঠোর হতে হবে বলে তিনি মনে করেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official