নিউজ ডেস্ক ::
বরিশাল নগরীর ফেইথ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পরিচালক শামিমসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ফেইথ কোচিং সেন্টারের ভিতর থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যার আগে নগরীর নতুন বাজার এলাকার ফেইথ শিা পরিবার কার্যালয়ে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃতরা হলেন- ফেইথ শিা পরিবারের পরিচালক শামিম মো. শামিম আহম্মেদ (৪০), বাবুল তালুকদার ও মতিয়ার রহমান।
অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার, পরিদর্শক কাজী মাহাবুবুর রহমান ও এসআই দেলোয়ার। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর নতুন বাজার এলাকার ফেইথ কোচিং সেন্টারে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এর আগে নগরীর নতুন বাজার এলাকার ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পের সামনে থেকে মতিয়ার রহমান খানকে আটক করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী ফেইথ কোচিং সেন্টারের মালিক শামিম ও বাবুলকে নতুন বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। আটকের পর কোচিং সেন্টারের মধ্যে ফেন্সিডিল থাকার কথা স্বীকার করেন পরিচালক শামিম। তার স্বীকারোক্তি অনুযায়ী ফেইথ কোচিং সেন্টারের কার্যালয়ের ভিতর থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার কর হয়। ফেইথ কোচিং সেন্টারের পরিচালক শামিম আহম্মেদ পটুয়াখালীর কলাপাড়া এলাকার তৈয়ুবুর রহমানের ছেলে।
বাবুল তালুকদার মাধপপাশা ইউনিয়নের কাঞ্চন আলী তালুকদারের ছেলে ও মতিয়ার রহমান নগরীর রুপাতলীর খান সড়ক এলাকার মৃত হায়দার আলী খানের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কোচিং সেন্টারের পরিচালক শামিম মাদকের আসর বসাতেন ওখানে। পাশাপাশি ওখান থেকে মাদক বিক্রয়ও করা হতো। দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের তথ্য পুলিশ জানতে পারলে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।