স্টাফ রিপোর্টার:
বরিশালের মুলাদীতে একটি ফ্ল্যাটে জানালার পর্দা নিয়ে খেলা করার সময় গলায় ফাঁস লেগে সাফিন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার হাজি টাওয়ার ভবনে এ ঘটনা ঘটে।
সাফিন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চরলক্ষ্মীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উদ্দীন মনিরের ছোট ছেলে।
সাফিনের মা জানান , দুপুর ১টার দিকে তিনি রান্না করছিলেন। ওই সময় সাফিন সামনের রুমের খাটের ওপর জানালার পর্দা নিয়ে খেলা করছিলো। বেশ কিছুক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে তিনি সামনের রুমে এসে সাফিনকে জানালার পর্দার সঙ্গে পেঁচানো অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি সাফিনকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জানালার পর্দা নিয়ে খেলা করছিল সাফিন। একপর্যায়ে পর্দা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়।