বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের দক্ষিণাঞ্চলীয় এই বিভাগে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে ৯১ জনের মৃত্যু হলো। এদিকে, নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা তানভীর (১৬), বরগুনা জেলার বেতাগী উপজেলার বাসিন্দা জলিল (৫৬) , বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রিনা বেগম (৪৫), পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা লাইজু (৪০) ও ঝালকাঠি জেলার কেষ্টকাঠি এলাকার বাসিন্দা মনোয়ারা (৬৫) ডেঙ্গুতে মারা গেছেন। এদের মধ্যে ৩ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন ঝালকাঠি ও পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২ হাজার ৩৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯২ জন। বিভাগে এখন পর্যন্ত ৯১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৩ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ৯ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ৫ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৩৪ জন, পটুয়াখালীতে ১০৭ জন, পিরোজপুরে ৯৩ জন, ভোলায় ৫৩ জন, বরগুনায় ৬৭ জন ও ঝালকাঠিতে ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আজ রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩০১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।