বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে রেডিয়াম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কোনো সনদ ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ লিখে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন দুই যুবক। স্থানীয় জনসাধারণের সাথে দীর্ঘদিন ধরে এভাবেই প্রতারণা করে আসছিলেন তারা। অবশেষে সোমবার রাতে র্যাবের অভিযানে তাদের আটক করা হয়।
আটকের পর ওই দুই যুবক র্যাবের কাছে স্বীকার করেন তাদের কোনো ডাক্তারি সনদ নেই। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবে না বলে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেয়া হয়।
জরিমানাকৃতরা যুবকরা হলেন- উজিরপুর উপজেলার গুটিয়া বাজার এলাকার শাহজাহান আলীর ছেলে শেখ সাদী খান (২৩) ও একই এলাকার শাহজাহান আলীর ছেলে মাহবুবুর রহমান (২৬)।
বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের এএসপি মুকুল চাকমা জানান, ওই দুই যুবক নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসার নামে জনসাধারনের সাথে প্রতারণার মাধ্যমে ব্যবসা করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা কোনো সনদ দেখাতে পারেননি। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।