নিজস্ব প্রতিবেদক ::
বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের এস রহমানের দুই বছরের ছেলে জোনায়েত হোসেন রোববার সকালে মাল্টিফ্লাগে আঙ্গুল ঢুকিয়ে দিলে বিদ্যুৎতায়িত হয়। মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষনা করেন।
তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।