25 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বিপুল পরিমাণ জাল দলিলসহ বরিশালে চার প্রতারক আটক

কাজী সাইফুলঃ

জাল দলিল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার বরিশাল নগরী এবং বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার ১৯ সেপ্টেম্বর দুপুরে বরিশাল পুলিশ লাইনে ইন সার্ভিস সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইলুহার গ্রামে অভিযান চালিয়ে জাল দলিল তৈরির হোতা মুহুরী আবদুল মন্নান তালুকদারকে আটক করে বানারীপাড়া থানা পুলিশ।

পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে নগরীর চকবাজার ও বগুড়া রোড থেকে বাবুল চৌকিদার, শাহজাহান হাওলাদার ও নজর আলী মৃধাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ব্রিটিশ আমল থেকে দলিল প্রস্তুতের স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েকশ সিল, ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্ট, ডেথ সার্টিফিকেট, ১৯০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বর্ষপঞ্জিকা, রোটারি জাল কাগজ সহ অনান্য কাগজপত্র জব্দ করা হয়েছে।

এদের মধ্যে বাবুল চৌকিদার মেহেন্দিগঞ্জের আলিমাবাদ গ্রামের মোঃ আবুল হোসেন চৌকিদারের ছেলে, শাহজাহান হাওলাদার উজিরপুরের কেশবকাঠী গ্রামের মৃতঃ আঃ রহিম হাওলাদারের ছেলে ও নজর আলী মৃধা আগৈলঝাড়া উপজেলার মৃতঃ রহিম উদ্দিন মৃধার ছেলে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official