বিশ্ব নদী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর)সদর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পড়ে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব নদী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা।
এ সময় বক্তৃতারা নদী দূষণ ও দখল রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহাবুধুর রহমান মধু,বরিশাল সদর উপজেলা মৎস্য কমকর্তা সঞ্জীব সন্যামত,বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো: মাহাতাব হোসেন সুরুজ, ৪নং শায়েস্তাবাদ ইউপি চেয়ারম্যান মো: আরিফুজ্জামান মুন্না,১নং কারাপুর ইউপি চেয়ারম্যান সাহারিয়া বাবু,সহ উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগন, ইমামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।