এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার বাবা

নোয়াখালীর সোনাইমুড়ীতে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মানিক ওরফে ঢাকাইয়া নামের এক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মানিক ওরফে ঢাকাইয়া (৪৫) সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের মৃত এনায়েত উল্যাহ খোকনের ছেলে।

রোববার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে শনিবার রাত ১০টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সোনাইমুড়ী থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট ভোররাতের দিকে ভিকটিম (১৬) তার শয়নকক্ষে ঘুমিয়েছিল। অভিযুক্ত মানিক ওরফে ঢাকাইয়া চুপিসারে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে। এরপর ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শকাতর হাত দেয় এবং ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় ভিকটিম জোরে চিৎকার করলে ভিকটিমের মা শয়নকক্ষে এসে ভিকটিমকে আসামির কবল থেকে উদ্ধার করে। তখন আসামি এ বিষয়ে কাউকে কোনো কিছু বললে ভিকটিম ও তার মাকে হত্যার হুমকি দেয়।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শনিবার বিকালে ভিকটিমের মা বাদী হয়ে তার স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official