বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে এই সফল অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাব অফিস সূত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. ইব্রাহিম (১৯)।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল র্যাব সদর দপ্তরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে ৩২ হাজার ৪৩৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।