নানা অপকর্মে জরিয়ে পরা সাংবাদিক পরিচয় দানকারী শিরিন খানমের ফার্মেসীতে অভিযান চালিয়েছে র্যাবের একটি টিম।
আজ ৯ সেপ্টেম্বর সোমবার রাত সোয়া ১০ টার দিকে এঘটনা ঘটে বলে র্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে।
শিরিন খানম নিজেকে বঙ্গটিভি বরিশাল প্রতিনিধি, বরিশাল ক্রাইমের সাংবাদিকসহ একাধীক পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে নগরীতে দাপিয়ে বেড়ায়।
অভিযানের সময় শিরিন খানমের ফার্মেসী থেকে নকল ঔষধ জব্দ করে র্যাব।
ঘটনার পরে শিরিন ফার্মেসীতে আসে মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেটরা।
পরে নকল ঔষধ সরবারহ ও মজুদ করে বিক্রির দায়ে শিরিন খানম ও সরবারহকারীকে ৭ দিনের জেল দিয়েছে মোবাইল কোর্ট।