এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল সাংবাদিক বার্তা

আগামী ২৫ ডিসেম্বর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন

স্টাফ রিপোর্টার//রাতুল হোসেন রায়হান ::

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরী সংসদের সভায় বিষয়টি জানানো হয়।

সভায় আলোচ্যসূচি অনুযায়ী নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়েছে। সভার একপর্যায়ে প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল আগামী ২৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, মামলার জটিলতার কারণে দীর্ঘ ১ বছর ৬ মাস শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন বন্ধ রাখা হয়। কিন্তু বর্ণিত মামলার বাদীগণ আমার অনুরোধে মামলাটি প্রত্যাহার করে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাই প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৫ ডিসেম্বর বা তার আগে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে এখন আর কোন বাধা নেই।

মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য বাদীগণদের ধন্যবাদ জানিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল আরও বলেন, বরিশাল প্রেসক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানের গৌরব অক্ষুন্ন রাখার জন্য তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সুষ্ঠু সাংবাদিকতার পথ এখনও কণ্টকমুক্ত হয়নি বিধায় সবাইকে তিনি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন।

উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন কমিশন নিয়োগ ও তফসিল ঘোষণার বিষয় নিয়ে সভা আহŸান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official