আজ শুভ মহালয়া। দেবীপক্ষের শুরু। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া নামে পরিচিত। মহালয়া শব্দের আক্ষরিক অর্থ আনন্দনিকেতন। দেবীপক্ষের সূচনা হয় পূর্ববর্তী অমাবস্যার দিন, এই দিনই মহালয়া। অন্যদিকে দেবীপক্ষের সমাপ্তি পঞ্চদশ দিন, অর্থাৎ পূর্ণিমায়।
মহালয়া মানে দুর্গাপূজার দিন গণনা। মহালয়ার ছয় দিন পর মহাসপ্তমী। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর বাজবে আজ থেকে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ছয়টায় মহালয়ার অনুষ্ঠান শুরু হবে। চণ্ডীপাঠ দিয়ে শুরু হবে দেবীর আবাহন।
সনাতন সমাজ কল্যাণ সংঘ ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে মহালয়া উদ্যাপনের আয়োজন করেছে। অনুষ্ঠানে চণ্ডীপাঠ করবেন কলকাতা থেকে আসা পণ্ডিত সুনীল চক্রবর্তী। গীতিনৃত্য আলেখ্য পরিবেশন করবেন বেতার ও টিভির শিল্পীরা।