29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট রাজণীতি

ইমরান খান ডেকেছেন, রাজনীতিতে আসতে ইচ্ছুক শোয়েব আখতার

পাকিস্তানের রাওয়ালপিন্ডি নাম উঠলেই মনে ভেসে ওঠে তার কথা। তিনি পাকিস্তানের সাবেক পেসার শোয়ের আখতার। শোয়েব আখতারকে মনে পড়লেই চোখে ভাসে বল হাতে দানবের মতো তাঁর ছুটে আসা। তার বিভীষিকাময় বিমারগুলোর কথাই মনে হয়। কিন্তু সেই মানু্যটির ভেতরে যে আরেকটা অন্য মানু্য রয়েছে, সেটা এতদিন অজানাই ছিল।

রাওয়ালপিন্ডিতে সম্প্রতি নিজের এলাকায় বেকার যুবকদের শোয়েব আখতার প্রায় ২ কোটি টাকা খরচ করে অন্নসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এ প্রসঙ্গে শোয়েব জানান, ‘আমি কিছুই করিনি। ছেড়ে দিন এসব কথা। আমার নিজের হয়ে কিছু বলতে ভাল লাগে না। তবে এটা ঘটনা, আমার ভেতর থেকে যেটা ইচ্ছে করে, সেটা আমি করেই ছাড়ি।’

ইমরান খানের ঘনিষ্ঠ তিনি। এটা সবারই জানা। ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর শোয়েব গিয়েছিলেন ইসলামাবাদে। ইমরানের সঙ্গে দেখা করতে। কী বললেন প্রধানমন্ত্রী? শোয়েব হেসে উত্তর দেন, ‘ইমরান খান খুব ভালবাসেন আমাকে। আমার সব কাজের খোঁজ রাখেন। আসতে বলছেন রাজনীতিতে।’

তা হলে আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে শোয়েবের উত্তর, ‘ইচ্ছা রয়েছে। এখনও চূড়ান্ত কিছু ঠিক করিনি। তবে আরও ২-৩ বছর পর রাজনীতিতে আসতেই পারি।’

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official