28 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক রাজণীতি

ইরানি জনগণ যুক্তরাষ্ট্রকে চড় মারবে: খামেনি

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি অভিযোগ আর বাকযুদ্ধ। তারই জের ধরে এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, নিষেধাজ্ঞা মোকাবেলা করে ইরানি জনগণ যুক্তরাষ্ট্রের গালে আরেকটি চড় মারবে। বৃহস্পতিবার রেভ্যুলুশনারি গার্ডের প্রধান কর্মকর্তা ও বাসিজ মিলিশিয়াদেরি একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

এ সময় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও অর্থনৈতিক সংকটের কারণে ইরানের জনগণ স্পর্শকাতর একটি সময় পার করছে। তিনি আরও বলেন, ‘স্রষ্টার দয়ায় আমরা নিষেধাজ্ঞা মোকাবেলা করব এবং নিষেধাজ্ঞাকে মোকাবেলার মানে হচ্ছে আমেরিকাকে পরাজিত করা। নিষেধাজ্ঞা মোকাবেলা করার ফলে আমেরিকা অবশ্যই ইরানি জনগণের কাছ থেকে আরেকটি চড় খাবে।’

খামেনি বলেন, ‘দেশ, অঞ্চল ও বিশ্বের বিশেষ করে ইরানের জনগণের অবস্থা স্পর্শকাতর হয়ে পড়েছে। স্পর্শকাতর এই হিসেবে যে, একদিকে আমরা ক্ষমতাবান দাম্ভিক ও সাম্রাজ্যবাদী আমেরিকার রাজনীতিবিদদের চিৎকার শুনছি, আরেকদিকে দেশের অর্থনৈতিক সমস্যা এবং দুর্বল জনগণের একটি বৃহৎ অংশের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।’

উল্লেখ্য, পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৬ সালে ইরানের চুক্তি হয়েছিল। ওই চুক্তি থেকে মে মাসে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপরই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official