বরিশাল বুলসের পর বাংলাদশে প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দল চালাতে অপারগতা প্রকাশ করেছে চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপ। আর তাতে বড় ধরনের সমস্যা পড়েছে বিপিএল কমিটিকে। কারণ এই মুহুর্তে নতুন ফ্র্যাঞ্চাইজি পাওয়া কঠিন, প্রায় অসম্ভবও বটে।
চট্টগ্রামের মেয়র এবং চট্টগ্রামে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা আ জ ম নাসির এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান মিলে দল চালানোর কথা শেষ পর্যন্ত তারা পরিচালনার দায়িত্ব নিতে অনিচ্ছুক।
প্রসঙ্গত, সেপ্টেম্বর ৩০ তারিখ ছিল গত মৌসুম থেকে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। কিন্তু শেষ তারিখেও নিজেদের এই তালিকা জমা দেয়নি চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষ। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে খোঁজ নেয়া হলে বন্দর নগরীর দলটি জানিয়েছে তারা বিপিএলের আসন্ন মৌসুমে খেলতে পারবে না। এ খবরটি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।