28 C
Dhaka
এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরের বোর্ডবাজার পূর্ব কলমেশ্বর এলাকার একটি বাসাবাড়ি থেকে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ওই পোশাক শ্রমিকের নাম বিউটি আক্তার (৩৮)। তিনি শেরপুর জেলার নকলা থানার কলাপাড়া গ্রামের মৃত তহুর উদ্দীনের মেয়ে এবং আবুল কাশেমের স্ত্রী।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, বিউটি আক্তার পূর্ব কলমেশ্বর এলাকার জামাল চৌধুরীর বাড়ির ৬ষ্ঠ তলার পশ্চিম পাশের একটি কক্ষে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী এবং একমাত্র ছেলে অন্যত্র থাকতো। তিনি বাসায় একাই থাকতেন। একই এলাকায় তার আরও দুই বোন বাসা ভাড়া নিয়ে থাকেন।

তার বোনেরা এবং ছেলে গত রবিবার ফোন করে না পেয়ে বাসায় এসে ঘরের দরজা বন্ধ থেকে চলে যান।
তিনি আরও জানান, পরে সোমবার সকালে সন্দেহ হলে ওই ভাড়া বাড়ির কেয়ারটেকারকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে বারান্দার চেয়ার বসা অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official