এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম ধর্ম

দোয়ার সময় হাত উঠানোর যে ফজিলত বলেছেন বিশ্বনবি

ইসলাম ডেস্ক:

দোয়ার সময় হাত উঠানোর ফজিলত নিয়ে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। দোয়ার সময় হাত উঠালে বান্দার সে হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহর তাআলার লজ্জা হয় বলে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে-

হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ লাজুক ও দয়াবান। যখন কোনো মানুষ তাঁর দিকে দুই খানা হাত (দোয়ার জন্য) উঠায়। তখন তিনি তা (মানুষের হাত) ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।’ (তারগিব)

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষিত এ হাদিসের ওপর যথাযথ আমল করার সাধ্যমত চেষ্টা করা জরুরি। আল্লাহ তাআলার কাছে এ হাদিসের ফজিলত মোতাবেক হাত উঠিয়ে দোয়া করায় রয়েছে দোয়া কবুলের সবচেয়ে বেশি সম্ভাবনা।

দোয়ায় হাত উঠানো বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অন্যতম ফজিলতপূর্ণ আমলও বটে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও দোয়া করার ক্ষেত্রে কখনো কখনো হাত ওঠাতেন। হাদিসে এসেছে-
উম্মাহাতুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মোবারক হাত দু’খানা উঠিয়ে দোয়া করতেন। এমনকি আমি তাঁর সঙ্গে (বেশি বেশি ) হাত উঠিয়ে দোয়া করাতে ক্লান্ত ও অস্থির হয়ে পড়তাম। তিনি দোয়া এভাবে বলতেন-
اَللهُمَّ فَاِنَّمَا اَنَا بَشَرٌ فَلَا تُعَذِّبْنِى بِشَتْمِ
উচ্চারণ : আল্লাহুম্মা ফা-ইন্নামা আনা বাশারুন ফালা তাআজ্জিবনি বিশাতমি।’ (মুসনাদে আহমদ)
অর্থ : হে আল্লাহ আমি একজন মানুষ। আমি কোনো মানুষকে গালি দিয়ে ফেললে বা কষ্ট দিলে আপনি সে জন্য আমাকে শাস্তি দেবেন না।’

এভাবে অনেক হাদিসে এসেছে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়ার সময় উভয় হাত উঠিয়ে দোয়া করতেন। এ ছাড়াও বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-
> বৃষ্টির জন্য দোয়া করার সময় হাত উঠাতেন।
> আরাফাতের ময়দানে দোয়ার সময় হাত উঠাতেন।
> যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য কামনার সময় হাত উঠাতেন।
> কোনো বিশেষ আবেগের সময় দোয়ার জন্য তিনি হাত উঠাতেন।

শুধু তা-ই নয়, দোয়ার সময় হাত উঠালে সহজেই দোয়া কবুল হয়। আর যেসব স্থানে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত উঠিয়েছেন, সেসব স্থানে হাত উঠানো সুন্নাতি আমলও বটে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়ার সময় উভয় হাত উঠিয়ে সহজে আল্লাহর কাছে দোয়া কবুল করিয়ে নেয়ার তাওফিক দান করুন। আমিন।

সম্পর্কিত পোস্ট

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

banglarmukh official

গর্ভবতী নারীর রোজার মাসয়ালা

banglarmukh official

তারাবির নামাজ ছুটে গেলে করণীয়

banglarmukh official

রোজা অবস্থায় কি দাঁত ব্রাশ করা যাবে?

banglarmukh official

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

banglarmukh official

শাবান মাসে কত তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে

banglarmukh official