খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নতুন পরিষদের ১ম সাধারণ সভা বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় মহানগরীর উন্নয়নে স্বল্প সময়ের মধ্যে ১ হাজার ৪৩১ কোটি টাকার দু’টি প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, নগরবাসীকে দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য। অনুমোদনকৃত প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি কাউন্সিলরদের সহযোগিতাসহ সরকারি-বেসরকারি সকল সেবামূলক সংস্থাকে দায়িত্ব পালনে যত্নবান হওয়ার আহবান জানান।
এসময় খুলনা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিধনকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ড্রেনের ওপর ও ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা অপসারণসহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।