এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

পটুয়াখালীতে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী‌র মাথা ন্যাড়া করলো স্বামী

নেশাগ্রস্থ অবস্থায় ঘ‌রে ঢু‌কে বকা দেয়ার প্র‌তিবাদ করায় তিনমা‌সের অন্তঃসত্ত্বা স্ত্রী‌ প্রিয়াংকা কর্মকা‌রের হাত পা বেঁধে বেধড়ক মারধর ক‌রে‌ছে মাদকাসক্ত স্বামী তাপস হাওলাদার। এক পর্যা‌য়ে ঘ‌রের খু‌টির সা‌থে বেঁধে ধারাল বটি দি‌য়ে স্ত্রীর মাথার চুল কে‌টে দেয়। প‌রে দেশীয় অস্ত্রের ভয় দে‌খি‌য়ে বাড়ীর পা‌শের সেলু‌নের দোকান থে‌কে লোক নি‌য়ে গোটা মাথার চুল কে‌টে দেয় পাষণ্ড স্বামী। এরপর ওই অবস্থায় স্ত্রী‌কে ঘরবন্দি ক‌রে রে‌খে পা‌লি‌য়ে যায় স্বামী তাপস।

ঘটনার ৩০ঘন্টা পর বাড়ীর অন্য লোকজ‌নের সহায়তায় আজ বিকা‌লে স্ত্রী প্রিয়াংকা সেখান থে‌কে পা‌লি‌য়ে চ‌লে যায় উপ‌জেলার আদাব‌াড়িয়া ইউনিয়নের হা‌জির হাট এলাকার বা‌পের বাড়ী। পরবর্তীতে প্রিয়াংকার বাবা স্থানীয় জনপ্রতি‌নি‌ধি‌দের বিষয়‌টি জানা‌লে প্রকাশ পায় এ ঘটনা।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে পটুয়াখালীর বাউফল উপ‌জেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায়। এব্যপা‌রে নির্যা‌তিত প্রিয়াংকার বাবা বাদী হ‌য়ে থানায় মামলার প্রস্তুতি নি‌চ্ছে ব‌লে জানা গে‌ছে। বর্তমা‌নে তারা থানায় অবস্থান কর‌ছেন।

নির্যাত‌নের শিকার প্রিয়াংকার বাবা সু‌নিল কর্মকার জানান, ২০১২সা‌লের বৈশাখ মা‌সে উভয়প‌ক্ষের সম্মতি‌তে কালাইয়া এলাকার প্রিয়লাল মণ্ডলের ছে‌লে তাপ‌সের সা‌থে তার মে‌য়ে প্রিয়াংকার বি‌য়ে হয়। বি‌য়ের সময় রী‌তি‌রেওয়াজ অনুযায়ী যা যা দেয়ার তা সবই দেয়া হ‌য়ে‌ছিল তাপস‌কে। তি‌নি জানান, বি‌য়ের পর বেসরকারি এক‌টি প্রতিষ্ঠানে ‌কোমল পানিয় বিক্রয় প্র‌তি‌নি‌ধি হিসা‌বে চাকুরি ক‌রে আস‌ছি‌লেন। এরপর গত ছয়মাস ধ‌রে তাপস নেশাগ্রস্থ হ‌য়ে পঞ্চাশ হাজার টাকার জন্য প্রিয়াংকাকে মারধর করা শুরু হয়। প‌রে তাপস‌কে ক‌য়েক হাজার টাকাও দেয়া হ‌য়ে‌ছিল জানান সু‌নিল কর্মকার।

প্রিয়াংকা জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দি‌কে নেশাগ্রস্থ অবস্থায় ঘ‌রে ঢু‌কে অকথ্য ভাষায় গা‌লিগালাজ শুরু ক‌রে তার বাবার কাছ থে‌কে টাকা কেন আনা হয়‌নি তা নি‌য়ে শুরু ক‌রে উল্টাপাল্টা আচরণ। এতে প্র‌তিবাদ কর‌লে প্রিয়াংকার উপর মারধর শুরু ক‌রে। এক পর্যা‌য়ে হাত পা বেঁধে মারধর করে তার মাথার চুল বটি দি‌য়ে কে‌টে দেয়। প‌রে সেলুন থে‌কে লোক নি‌য়ে এসে মাথা কা‌মি‌য়ে দেয়।

প্রিয়াংকা জানায়, টাকা না আনা পর্যন্ত এ অবস্থায় তা‌কে থাক‌তে ব‌লে হাত বাধা অবস্থায় ঘরবন্দি ক‌রে চ‌লে যায়। পরে আজ বিকা‌লে বাড়ীর অন্য লোকজন ঘ‌রে কৌশ‌লে ঘ‌রে ঢু‌কে প্রিয়াংকার হা‌তের বাধন খু‌লে দি‌লে সেখান থে‌কে পা‌লি‌য়ে আদাবা‌ড়িয়ার হা‌জিরহাট এলাকার বা‌পের বাড়ী চ‌লে যায়। পরবর্তীতে স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধির কা‌ছে বিচার চে‌য়ে পু‌রো ঘটনা‌টি বর্ণনা ক‌রেন।
এব্যাপারে জান‌তে চাইলে বাউফল থানার ওসি খোন্দকার মোস্তা‌ফিজুর রহমান জানান, অভিযুক্ত তাপস‌কে গ্রেপ্তারে সাড়াশি অভিযান চল‌ছে। খুব স্বল্প সম‌য়ের ম‌ধ্যেই তা‌কে গ্রেপ্তার কর‌তে সক্ষম হ‌বো

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official