30 C
Dhaka
অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
পিরোজপুর

পিরোজপুরের নাজিরপুরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভূত; কোটি টাকার ক্ষতি

পিরোজপুরের নাজিরপুরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) গভির রাতে উপজেলার গাওখালী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গাওখালী বাজারে মো: রফিকুল ইমলামের হার্ডওয়ারে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ ২ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাজিরপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া ৮টি দোকানের মধ্যে দুইটিতে’ই বেশি ক্ষতিগ্রস্থ হয়, হার্ডওয়ারের দোকানে প্রায় ৩৫ লক্ষ ও কম্পিউটার ট্রেনিং সেন্টার, স্টেশনারী ও ফটোকপি দোকানে ২০ লক্ষসহ মোট প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এসময় ঘর মালিক ও ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতি পূরনের দাবি জানান।

সকালেই অগ্নিকান্ডের স্থান পরির্দশন করেন, উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার।

এদিকে ঘনটাস্থল পরিদর্শন কালে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাড়ানোর আশ্বাস দেন।

সম্পর্কিত পোস্ট

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

banglarmukh official

পিরোজপুরের নেছারাবাদে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার গ্রেফতার-২

banglarmukh official

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

banglarmukh official

পিরোজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

banglarmukh official

পিরোজপুরে ১৪ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

banglarmukh official

ফেরি ডুবি: ৬ দিনপর সহকারী মাস্টার পিরোজপুরের হুমায়‍ুনের লাশ ‍উদ্ধার

banglarmukh official