27 C
Dhaka
এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১৮ দিনে ৫৫৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৬ লাখ ৫৯ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিভাগীয় মৎস্য অফিস এই তথ্য জানিয়েছে।

বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে দুই হাজার ৬০৯টি অভিযান চালানো হয়েছে এবং ৭৯৪শ’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ৯০৬টি মামলা করা হয়েছে।

সেসময়ে বরিশাল বিভাগে ৪৮৬ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, তিন হাজার ৫০৮ বার বিভিন্ন মাছঘাট, ছয় হাজার ৫৫৭ বার বিভিন্ন আড়ত ও তিন হাজার ৯৪৩ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গেল ১৮ দিনের অভিযানে ১৬ হাজার ২৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৭ কোটি ২৮ লাখ ২৮ হাজার ১শ টাকার ৯৩ লাখ ৭০ হাজার ১শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে তিন লাখ ৪৩ হাজার ২শ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। উল্লেখ্য বরিশাল বিভাগের ছয় জেলার তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯৯৯৫ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official