25 C
Dhaka
এপ্রিল ১৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজণীতি

বরিশালে বিএনপি অফিস ভাঙচুরে অভিযোগে সাদ্দাম শাহ‍্ গ্রেপ্তার

বরিশাল বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি মো. সাদ্দাম শাহকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যালিয়ন (র‌্যাব)। বুধবার রাতে কোতয়ালি মডেল থানাধীন শহরের ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে এলিট ফোর্সের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তারা যুবলীগ নেতা পরিচয়দানকরী সাদ্দামকে কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কোতয়ালি পুলিশ জানিয়েছে, একাধিক মামলার আসামি সাদ্দামকে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠিয়ে দেন।

শহরের ১০ নং ওয়ার্ডস্থ ঈদগাহ মাঠসংলগ্ন ভাটারখাল কলোনীর মৃত হালিম শাহ্র ছেলে সাদ্দামের বিরুদ্ধে কিছুদিন পূর্বে স্থানীয় ছাত্রদল নেতা মাসুমের বাবাসহ স্বজনদের মারধর করার আছে, যা কোতয়ালি পুলিশ তদন্ত করছে।
ছাত্রদল নেতা মাসুম জানান, মাদক-চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি সাদ্দাম শাহ গত ১৮ সেপ্টেম্বর তার বাবা রুস্তুম আলী এবং মা পারভীন বেগমের ওপর হামলা করে। সেই ঘটনায় তিনি কোতয়ালি মডেল থানায় এজাহার দিয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের আর্জি সেনাবাহিনীকেও জানানো হয়েছে।

এছাড়াও সাদ্দামসহ গুটিকয়েক আওয়ামী লীগ নেতাকর্মীও বিরুদ্ধে বিগত সময়ে সন্ত্রাস করার বহু উদাহরণ আছে।
কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় সাদ্দাম নামের একজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে বিচারক কারাগাওে প্রেরণ করেন। এছাড়া ছাত্রদল নেতা মাসুমের অভিযোগটিরও আইনগত প্রক্রিয়া চলছে, জানান ওসি।’

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official