বরিশাল মহানগর ছাত্রলীগ আওতাধীন নগরীর ০১ ও ০২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনমাসের জন্য ঘোষিত এ দুটি কমিটিতে মহানগর আহবায়ক রইজ আহমেদ মান্না, যুগ্ম আহবায়ক মোঃ মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিল গতকাল শুক্রবার স্বাক্ষর করেন। ২৪ সদস্য বিশিষ্ট ০১ নম্বর ওয়ার্ড কমিটিতে মোঃ নিজাম উদ্দিন গাজীকে আহবায়ক এবং হাসনাইন বিন আলম, নাজমুল হোসেন রাহাত, তানজিম হোসেন ও সাইফুল ইসলাম আমানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ৪৪ সদস্য বিশিষ্ট ০২ নম্বর ওয়ার্ড কমিটিতে আহবায়ক করা হয়েছে ইমরান হোসেন সজিবকে। এছাড়া উজ্জল হোসেন, মোঃ সজিব রাসেল, মোঃ সুমন হাওলাদার, আলী আজিম (নাদিম) ও তুহিন হাওলাদারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ০২ নম্বর ওয়ার্ড আহবায়ক কমিটির ০১ নং সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ রইজ আহমেদ মান্না।