দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয় ও প্রথমবার সিরিজ জয়ের আশায় খেলতে নেমে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ ক্রিকেট দল।
আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে গিয়ে (২-০) ব্যবধানে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই আনন্দ বেশি দিন টেকেনি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফরে গিয়ে একই ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।
ভারত সফর থেকে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রথম টেস্টে ৭ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায়।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলকে ইনিংস ও ২৭৩ রানের বড় ব্যবধানে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়।
এর আগে ২০১৭ সালে ঘরের মাঠ ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের সফরের আগে উপমহাদেশে গত ১০ বছরে টেস্ট জয় ও টেস্ট সিরিজ জয় পায়নি প্রোটিয়ারা। বাংলাদেশ সফরে সেই খরা কাটাল দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে বড় পরাজয় এটি। এর আগে ২০০২ সাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ৩১০ রানের বড় ব্যবধানের হেরেছিল টাইগাররা।