29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট

বিরল রেকর্ড গড়ল পাকিস্তানের ‘কিংবদন্তি’ ক্রিকেট পরিবার

একই পরিবারের একাধিক সদস্য, এমনকি বাবা-ছেলে দু’জনেরই ক্রিকেটার হয়ে ওঠার গল্প হামেশাই শোনা যায়। কিন্তু একই পরিবারের তিন প্রজন্মের ৬ জনের ডাবল সেঞ্চুরি করার নজির ক্রিকেট বিশ্বে বিরল। আর তেমনই নজির গড়লেন পাকিস্তানের এক ক্রিকেট পরিবার।

ভারতীয় গণমাধ্যমের খবর, ক্রিকেটের সঙ্গে কোনো পরিবারের এত নিবিড় যোগ সচরাচর চোখে পড়ে না, যেমনটা পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মোহম্মদের পরিবারে দেখা যায়। পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতে মুলতানের বিরুদ্ধে করাচি হোয়াইটসের হয়ে ২৬৫ রানের ইনিংস খেলেছেন সেই হানিফ মোহাম্মদের নাতি শেহজার মোহাম্মদ। আর এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে তাঁর পরিবারকে রেকর্ড বইয়ে উজ্জ্বল জায়গা এনে দেন তিনি।

শেহজারের পিতা শোয়েব মোহম্মদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে। দেশের হয়ে ৪৫টি টেস্ট ও ৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলা শোয়েবের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৮ রান। তার পিতা কিংবদন্তি হানিফ মোহম্মদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৪৯৯ রানের ইনিংস খেলেছেন। অর্থাৎ, দাদা থেকে নাতি, পরিবারের তিন প্রজন্মই প্রথম শ্রেনির ক্রিকেটে দ্বিশতরানের ইনিংস খেলেছে। ক্রিকেট বিশ্বে এমন রেকর্ড আর নেই।

তবে, শুধু এই তিনজনই নয়, এই পরিবারের আরও তিনজন সদস্যের প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে। হানিফ মোহম্মদের দুই ভাই সাদিক ও মুশতাক মোহম্মদ এবং সাদিকের ছেলে ইমরান মোহম্মদও ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official