বরিশাল নগরীর ২নং ওয়ার্ডস্থ কাউনিয়ায় বৃদ্ধাশ্রম পূর্ণবাসন কল্যাণ সংস্থা পরিদর্শন করেন এবং তাদের সার্বিক খোজ খবর নেন।
বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় প্রতিষ্ঠিত
বৃদ্ধাশ্রম পূর্ণবাসন কল্যাণ সংস্থা পরিদর্শনকালে সেবা গ্রহীতাদের নিজ হাতে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন নবনির্বাচিত বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সহধর্মিনী দক্ষ সংগঠক নগর মাতা লুনা আব্দুল্লাহ।
আজ মঙ্গলবার ৩ অক্টোবর সকালে বরিশাল নগরীর ২নং ওয়ার্ড কাউনিয়া হাউজিং এলাকায় অবস্থিত বৃদ্ধাশ্রম পূর্ণবাসন কেন্দ্রে বেশ কিছু সময় পার করেন তিনি।
একই সাথে তাদের প্রয়োজনীয় নিত্যপর্ন্য সামগ্রী সকলের মাঝে তুলে দেন এই নগর মাতা।
এসময় বৃদ্ধাশ্রমের থাকা সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনি চিকিৎসকদের দিয়ে প্রাথমিক ভাবে
তাদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয়, একই সাথে জরুরি ঔষধ ও খাদ্য সহযোগিতা পাঠানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।