এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে দলে অন্তর্ভূক্ত করা যাবে না- সাদিক আবদুল্লাহ

বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২৩ ও ৭নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে ২৩নং ও পরে রাতে ৭নং ওয়ার্ডে কর্মসূচীর উদ্বোধন করা হয়। ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অনুষ্ঠিত সভাপতি আলহাজ মুনসুর আহমেদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সচেতন সকলকে আমাদের নতুন সদস্য হিসেবে নিতে হবে। কোন ক্রমেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সদস্য হিসেবে নেয়া যাবে না। তিনি উপস্থিত নেতা কর্মিদের উদ্দেশ্যে আরো বলেন, আমার দাদা বরিশালের মাটি ও মানুষের সাথে বেড়ে উঠেছে। আমার বাবা বরিশালের মানুষের সেবায় আজীবন কাজ করে গেছে। আমিও আপনাদের সেবায় নিয়োজিত হতে চায়।

আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর এনামুল হক বাহার, রেশমী বেগমসহ আরো অনেকে। পরে রাতে নগরীর ৭নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল ফারুক হুমায়ন এর সভাপতিত্বে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বরিশাল মহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক গোলাম সারোয়ার রাজিব, উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক, নিগার সুলতানা হনুফা, রফিকুল ইসলাম খোকন, সুমন সেরনিয়াবাত, ইমরুল আহমেদ, মো. আসলামসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official