31 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

মুনকে জোড়া কুকুর উপহার দিলেন কিম

কোরীয় উপদ্বীপে শান্তির আলো ছড়িয়ে আলোচনা শুরু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।  উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে উপহারও দিয়েছেন।  তবে কিমের উপহার বেশ বিস্ময়কর। দেশ দু’টির কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কোরিয়ার শিকারি জাতের দু’টি কুকুর উপহার দেওয়া হয়েছে। এ জাতের কুকুরের নাম পুংসান কুকুর। নাম সংগাং (ডান) ও গোমি (বাম)।

গত শনিবার দেশ দু’টির সামরিক শক্তিহীন যুদ্ধবিরতির গ্রাম পানমুজম দিয়ে শিকারি জাতের এ প্রাণী দু’টি স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ভবন ব্লু  হাউস বিবৃতিতে জানায়, গত মাসে পিয়ংইয়ংয়ে মুন ও কিমের বৈঠকে কিমের স্ত্রী রি সোল জু এ কুকুর দু’টি উপহারের পরামর্শ দেন। এ সময় রি বলেছিলেন, কুকুর দু’টির বংশবৃদ্ধির সনদও রয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, সিউল চিড়িয়াখানায় নেওয়ার আগে কুকুর দু’টিকে প্রাথমিকভাবে ব্লু  হাউসে তোলা হয়। যাতে সবাই কুকুর দু’টিকে আদর করতে পারে।

উল্লেখ্য, দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে কুকুর উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০০ সালে উত্তর কোরিয়ার সাবেক প্রধান নেতা কিম জং ইল দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জুং কে পুংসান জাতের দু’টি কুকুর উপহার দিয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official