২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক বলেন, সরকার জিয়া পরিবার ও বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়। সরকার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্র করছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, নির্বাহী সদস্য শফি আহমদ চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।