শামীম ইসলাম:
আগৈলঝাড়ায় ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত দুই ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, সোমবার রাতে মাদক কেনা বেচার গোপন সংবাদের খবর পেয়ে এসআই দেলোয়ার হোসেন জানান সঙ্গিয় ফোর্স নিয়ে সুজনকাঠী গ্রামে জেলা পরিষদের পুরান ডাক বাংলো সড়কের উপর থেকে মধ্য শিহিপাশা গ্রামের লোকমান ফকিরের ছেলে সুজন ফকির (২৭)কে আট পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি পশ্চিম সুজনকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে দ্রুত বিচারসহ একাধিক মামলার আসামী জাহিদ হাওলাদার পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে অভিযান চালিয়ে সুজনকাঠি গ্রাম থেকে ওই পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ি জাহিদকে গ্রেফতার করে পুলিশ।
এঘটনায় ওই রাতেই এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন, নং-১৯ (২৯.১০.১৮)। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।