একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন বলে উল্লেখ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথাও বলেছেন তিনি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জোট আয়োজিত মহাসমাবেশে এ সব কথা বলেন এরশাদ।
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। আমরা সম্মিলিত জোটগতভাবে নির্বাচন করব। ৩০০ আসনে প্রার্থী দেব।’ এ সময় সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এরশাদ।