এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন

গবাতিপ্রানীর প্রজনন খাতে পবিপ্রবি গবেষকের স্বল্পমূল্যের ডিভাইস উদ্ভাবন

পবিপ্রবি প্রতিনিধি //মোহাম্মদ ইমরান হোসেনঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড.অসীত কুমার পাল(সহযোগী অধ্যাপক, মেডিসিন সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগ,এ এন এস ভি এম) গবাদিপ্রানীর প্রজনন খাতে সহযে ব্যাবহার যোগ্য এক ডিভাইস উদ্ভাবন করেন।উদ্ভাবিত ডিভাইসটির নাম দেয়া হয়েছে ভ্যাজাইনো সারভাইকাল ডিভাইস (PSTU-VCD)।ডিভাইসটির সাহায্যে খুব সহযে গবাদিপ্রানীর সারভিক্স এর বহির্মুখ দেখতে সহায়তা করবে, সারভাইকাল কৃত্তিম প্রজননে (Cervical AI) ব্যবহার করা যাবে, ভ্যাজাইনাল ও সারভাইকাল প্রদাহ দেখতে সহায়তা করবে, গর্ভবতী প্রানী বাচ্চা প্রসবের সময় জরায়ু মুখ খুলেছে কিনা দেখতে সহায়তা করবে, কৃত্রিম প্রজননের সময় সারভিক্স এর মধ্যে সহজেই কৃত্রিম প্রজনন পাইপ(AI gun) প্রবেশ করানো যাবে, জরায়ু হতে সংক্রামক দূষিত পদার্থ অপসারণ করতে সহায়তা করবে, কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানদের কৃত্রিম প্রজননে সহায়তা করবে।তার সাথে এই বিষয় নিয়ে ড. অসীত কুমার পালের সাথে যোগাযোগ করে হলে তিনি বলেন “এই ডিভাইসটি প্রানীর দেহে কোন প্বার্শপ্রতিক্রিয়া তৈরি করবে না এবং খুব সহযে এটি ব্যাবহারযোগ্য”।প্রানীর আকারভেদে ব্যাবহার করার জন্য ডিভাসটির বিভিন্ন আকৃতি রয়েছে,যার দাম ২০০-৫০০ টাকা।

উদ্ভাবিত ডিভাসটি সম্পর্কে তিনি আরো বলেন-শিক্ষাজীবন থেকেই তিনি চিন্তা করে আসছেন প্রানী চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে,কিভাবে আরো সহজ করা যায়,সেই চিন্তাধারা থেকেই মূলত তৈরি।উল্লেখ্য ড. অসীত কুমার পল বিভিন্ন প্রজেক্ট ও গবেষনার কাজে নিয়োজিত থেকে প্রানীসম্পদ উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখছেন।থাইল্যান্ডে পিএচডি রত অবস্থায় তিনি পেপার ডিভাইস নামে এক ডিভাইস উদ্ভাবন করেছিলেন।যার সাহায্যে প্রানীর ভ্রুন স্বল্প মূল্যে হিমায়িত করা যায়।এছাড়া ও এনিম্যাল সাইন্স জার্নালে তার প্রায় ৩০ টির অধিক গবেষনা পেপার প্রকাশিত হয়েছে।বর্তমানে তিনি গবেষনামূলক বিভিন্না প্রজেক্ট এর সাথে যুক্ত থেকে প্রানীসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official