নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বয়সা এলাকা থেকে অস্ত্র ও মাদক সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার রাতে ওই উপজেলার পশ্চিম বয়সা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে তারা। আটককৃতের নাম বেলায়েত মাতুব্বর ওরফে বিল্লাল (২৯)। সে ওই এলাকার মো. জালাল মাতুব্বরের ছেলে।
শুক্রবার র্যাব-৮ কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বেলায়েতের বাড়ি অভিযান চালায় র্যাবের বিশেষ দল। এ সময় সে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে তারা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে বিদেশে তৈরী একটি পিস্তল, ১টি ওয়ানশুটার গান, ১২ রাউন্ড গুলি, ১টি ধারালো অস্ত্র এবং ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার র্যাব।
বেলায়েত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বেচাকেনা করে আসছিলো। তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে গৌরনদী থানায় সোপর্দ করে র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।