শনিবার জার্মানিতে উদ্বোধন হলো ইউরোপের সবচেয়ে বড় মসজিদ কলোনিয়া জামে মসজিদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এটি উদ্বোধন করেন। মসজিদটিতে একসঙ্গে চার হাজার লোক নামাজ পড়তে পারবেন। মসজিদ কমপ্লেক্সে রয়েছে বিশাল হল রুমবিশিষ্ট সেমিনার কক্ষ, অমুসলিমদের সামনে ইসলামের উদার ও শান্তির পরিচয় তুলে ধরতে পরিচিতি রুম ও বিশাল ক্লাস রুম।