হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী শ্মশান দিপালী উৎসব শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির সুগন্ধাতীরে অবস্থিত পৌর শ্মশানঘাটে প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এই দিপালী উৎসব শুরু হয়।
তিথি অনুযায়ী আমাবস্যা শেষ হওয়ার আগ পযর্šÍ চলে এই উৎসব। প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে তার সমাধীতে মোমবাতি জ্বেলে দেয়ার এই রেওয়াজ চলছে প্রায় দেড়শ বছর ধরে। প্রতিবছর ভূত চর্তুদশীর পূণ্য তিথিতে আয়োজিত হয় এই পূণ্য উৎসবের। এ উৎসবে যোগ দিয়ে পূর্ব পুরুষের সমাধিতে আলোর রোশনাই জ্বালাতে গোধূলী লগ্ন থেকেই ঝালকাঠির পৌর শ্মশানে ভীড় জমায় হাজারো মানুষ। প্রিয়জনের স্মৃতিতে মোমের আলো জ্বালানো ছাড়াও সমাধিতে তার প্রিয় খাদ্য সহ নানা উপাচার ও ফুল দিয়ে সমাধি সাজিয়ে তোলা হয়। সেইসাথে পূর্বপুরুষের বিদেহী আত্মার জন্য করা হয় বিশেষ প্রার্থনা। শ্মশান ঘুরে দেখা যায়, মোমবাতির আলো জ্বালিয়ে মৃত ব্যক্তির ছবিতে ফুল চন্দন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে সমাধী সৌধ। প্রিয়জনের উদ্দেশ্যে খাবার-দাবারও দেয়া হয়েছে অনেক সমাধিতে। সেই সাথে জ্বালিয়ে দেয়া হচ্ছে ধুপ ও ধুপকাঠি। দিপালী উৎসব শেষে আজ রোববার ঝালকাঠি কেন্দ্রীয় কালীবাড়ি ও সেকশন কালীবাড়ীসহ বিভিন্ন কালী মন্দিরে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী কালীপূজা। এদিকে দিপালী উৎসবের সার্বিক নিরাপত্তা রক্ষায় পৌর শ্মশানঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোটা এলাকা নজরদারী করেন।