31 C
Dhaka
এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা জাতীয়

টাইগারদের ২৮৭ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শুক্রবার তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৮৬ রান।

এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে তৃতীয় বলেই জিম্বাবুয়ের ওপেনার চিপহাস জুহওয়াওকে বোল্ড করে প্রথম উইকেট তুলে নেন টাইগার অলরাউন্ডার সাইফুদ্দিন। তৃতীয় ওভারেই সবচেয়ে বড় শিকার ধরেন এই সিরিজে প্রথম সুযোগ পাওয়া আবু হায়দার রনি। জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে বোল্ড করে সাজ ঘরে ফেরান তিনি।

মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে টেনে তুলেন ব্র্যান্ডন টেইলর-শন উইলিয়ামস জুটি। ৭২ বলে ৭৫ রান করে নাজমুলের ঘূর্ণিতে মুশফিকুর রহিমের তালুবন্দী হন টেইলর। এর আগে ৩টি ওভার বাউন্ডারি ও ৮টি বাউন্ডারি মেরে দলকে বিপদমুক্ত করেন তিনি।

অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলরের বিদায়ের পর উইলিয়ামসকে দারুন সঙ্গ দিতে থাকা সিকান্দার রাজাকেও (৪০) সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন অপু। ২২২ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের।

পরে দলীয় ২৮৪ রানে রান আউটের শিকার হন পিটার মুর।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official