18 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন নারীরা: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্ত রোগীদের মাঝে ৬২ শতাংশেরই বয়স ২০ বছরের বেশি। এছাড়া এবার এ রোগে পুরুষের তুলনায় নারীরা আক্রান্ত হচ্ছেন বেশি।

সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

এতে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত ৬২ শতাংশই ২০ বছরের বেশি বয়সের। এছাড়া মোট আক্রান্তের মধ্যে ১ থেকে ৪ বছর বয়সের ৬ শতাংশ, ৫ থেকে ৯ বছরের ১০ শতাংশ, ১০ থেকে ১৪ বছরের ১০ শতাংশ ও ১৫ থেকে ১৯ বছরের ১১ শতাংশ মানুষ রয়েছেন।

এছাড়া ডেঙ্গুতে নারীদের আক্রান্ত হওয়ার হার বেশি। মোট আক্রান্তের ৫৯ দশমিক ৫ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪০ দশমিক ৫ শতাংশ।

এতে আরও দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেশি। মোট আক্রান্তের ৪৩ দশমিক ৪ শতাংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া ঢাকা উত্তরে ৪১ দশমিক ১ শতাংশ ও ঢাকার বাইরে ১৫ দশমিক ৫ শতাংশ।

এর আগে গতকাল (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫৫ জন। এসময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

সম্পর্কিত পোস্ট

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে গ্রেফতারের দায়িত্ব পেল পুলিশ

banglarmukh official

মেজর ডালিমকে নিয়ে প্রশ্ন, যে প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

banglarmukh official

নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন

banglarmukh official

সেই মতিউরের আরও ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

banglarmukh official

মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি

banglarmukh official

স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

banglarmukh official