20 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

দিশা পটানির প্রেমিকের সঙ্গে জলকেলিতে হার্দিকপত্নী

অনেক দিন ধরেই বিচ্ছেদের পথে হাঁটেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচ। আর এ বিবাহবিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘোষণা করেছিলেন এ তারকা জুটি। বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন নেটিজেনরা। হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না বলে অভিযোগ নাতাশার ।

দীর্ঘদিন এ নিয়ে নাতাশার ক্ষোভ। তারপরও হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন তিনি। তবে ফল মেলেনি। শেষ পর্যন্ত ক্রিকেটারের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেই নিজ দেশে চলে যান নাতাশা। মাসখানেক সার্বিয়ায় কাটিয়ে ফিরে আসেন আবার মুম্বাইয়ে। তারপর শহরের বিভিন্ন জায়গা দেখা মিলেছে নাতাশার।

এ মডেল সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। হুটহাট করেই দেখা যায় বিভিন্ন জায়গায় ঘুরতে। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও দেন। এবার তাকে দেখা গেল অভিনেত্রী দিশা পটানির প্রেমিকের সঙ্গে গোয়ায়।

হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের পর থেকে সাবেক প্রেমিক আলি গোনির ছবিতে লাইক দিয়েছেন বেশ কয়েকবার। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা চলাকালীন তার সঙ্গে শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার আলেক্সলিককে বারবার একসঙ্গে দেখা গেছে।

এদিকে টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই দিশার সঙ্গে আলেকজান্ডারের প্রেমের চর্চা। নিজের বাহুতে দিশার মুখের উল্কি করিয়েছেন তিনি। এবার দিশার চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়া গিয়ে জলকেলিতে মাতলেন মডেল নাতাশা স্তানকোভিচ। একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাঁতারপুলে টায়ার টিউবের ওপর শুয়ে আছেন তিনি।

তখনই চুপি চুপি পেছন থেকে এসে তাকে জলে ফেলে দেন অ্যালেক্সজান্ডার। চমকে ওঠেন নাতাশা। তাদের দুজনের পরনেই স্নান পোশাক। একে অন্যের সঙ্গ যে চুটিয়ে উপভোগ করছেন তা বোঝাই যাচ্ছে।

তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাতাশাকে নিয়ে কটাক্ষ করেছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন— হার্দিক বেঁচে গেছে— কী মেয়ে। আরেক নেটিজেন লিখেছেন—হার্দিক কিন্তু লুকিয়ে লুকিয়ে সব দেখছেন।

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official