28 C
Dhaka
নভেম্বর ১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

দীঘি-শাওনের বিয়ে দেখাতে আর কোনো বাধা নেই

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও অভিনেতা সৈয়দ জামান শাওন।শিগগিরই এই দুই তারকার এক জাঁকজমক বিয়ের আসর দেখতে যাচ্ছে দর্শকেরা।তাদের এই বিয়ের আয়োজনটি কোনো কমিউনিটি সেন্টার বা বাসা-বাড়িতে নয়, বসবে সিনেমা হলে (প্রেক্ষাগৃহ)!

জানা গেছে, বিয়ের আয়োজনটিতে ভিন্নতা থাকায় এটি দেখাতে আয়োজকদের বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।এ জন্য নিতে হয়েছে অনুমতি।কারণ, অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায়।‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ নামের একটি সিনেমায়।

সিনেমাটি গত ৩০ অক্টোবর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতিপত্র পেয়েছে। ফলে দীঘি-শাওনের বিয়ে দেখাতে আর কোনো বাধা থাকছে না।

অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে, কোনো দৃশ্য কাটা ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’। অর্থাৎ সিনেমাটি সব বয়সি দর্শকরা দেখতে পাবেন।

এদিকে সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ‘ইউ’ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা।

সিনেমাটিতে প্রিয়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার সেই গল্পে থাকছে মূল চরিত্র প্রিয়ন্তীর বিয়ে।

দীঘি ও শাওন ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

বিদ্যা বালানের গানের ভিডিও ভাইরাল

banglarmukh official

ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করলেন সাদিয়া আয়মান

banglarmukh official

আইনি ব্যবস্থা নিচ্ছেন কেয়া

banglarmukh official

দুই ছেলেকে যেভাবে আগলে রাখেন নুসরাত

banglarmukh official

যেভাবে সাজগোজ করে থাকেন কারিনা

banglarmukh official

কারিনাকে প্রথম দেখার অভিজ্ঞতা জানালেন সাইফ

banglarmukh official