33 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা শিক্ষাঙ্গন

প্রবেশপত্র ডাউনলোড শুরু ৫ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে বাতিল হওয়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে আগামী ৫ নভেম্বর। ওই দিন বিকেল পাঁচটা থেকে পরীক্ষার দিন ১৬ নভেম্বর বেলা দুইটা পর্যন্ত প্রবেশপত্র বিতরণ করা হবে। ‘ঘ’ ইউনিটের ১২ অক্টোবরের উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘ঘ’ ইউনিটের আগের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগের মতোই নতুন একটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই প্রবেশপত্রে আগের পরীক্ষার রোল নম্বরটি বহাল থাকবে।

প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগের মুখে বাতিল হওয়া ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রচলিত পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির এক সভায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে আলোচিত ‘ঘ’ ইউনিটের ১২ অক্টোবরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা আবার নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ২৬ অক্টোবর পুনঃপরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official