বরগুনার বিষখালী নদীতে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ মো. আউয়াল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদীর লাল দিয়ার চর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পেশায় আউয়াল একজন জেলে।
আউয়াল হাওলাদার উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।
এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বিষখালী নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে বজ্রপাতের শিকার হয়ে আউয়াল হাওলাদার নিখোঁজ হন। এ ঘটনার পর থেকে কোস্টগার্ড তাকে উদ্ধারে অভিযান চালায়।
স্থানীয় ইউপি সদস্য ফাইজুল ইসলাম বলেন, আউয়াল ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, চরলাঠিমারা এলাকার ইউনুস মিয়ার একটি ইঞ্জিনচালিত নৌকায় আউয়ালসহ চার জেলে মাছ শিকার করছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে ওই ট্রলার থেকে আউয়াল ছিটকে নদীতে পড়ে যান। এসময় সঙ্গে থাকা তিন জেলে আহত হন। তারা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তল্লাশি শুরু করি। রোববার বেলা ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।