বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইলিশ শিকারে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ডুবে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম মজিবুর রহমান মৃধা।
পরে সোমবার সকালে উপজেলার নিয়ামতি বাজারসংলগ্ন বিষখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার রাতে উপজেলার ওই নদীতে ইলিশ শিকারে গেলে রাজাপুর থানার মৎস্য অফিসারের সমন্বয় পুলিশের একটি দল নদীতে এসে তাদের ট্রলার ধাওয়া করে। এ সময় তিনি নদীতে ডুবে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবুর মৃধার শরীরে ভারী পোশাক থাকার কারণে নিজেকে সামলে উঠতে পারেননি। তিনি বারবার পুলিশকে বলেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান; এভাবে বলতে বলতে পানির স্রোতে ভেসে অদৃশ্য হয়ে যান তিনি।
এ সময় ট্রলারের অন্য জেলেরা আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান।
এ বিষয় বাকেরগঞ্জ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, অভিযানটি আমাদের উপজেলা থেকে করা হয়নি। তবে কারা করেছে সে বিষয় আমার জানা নেই।