নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের জন্মদিন উদযাপন করা হয় । তার জন্মদিন উপলক্ষে বরিশালে কেক কাটা সহ নানা আয়োজন করা হয়।বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ’র দলীয় কার্যালয় এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, বাকসুর সাবেক ভিপি মঈন তুষার, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম রেজভী ও রিয়াজ ভুইয়া,মহানগর যুবলীগ সদস্য বিপ্লব ও মন্জুরুল ইসলাম শাওন সহ শতাধিক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উক্ত কেক কাটা প্রোগামে অংশগ্রহন করে।